প্রবাসী বাঙালিদের গান শোনাতে সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গত ১৭ সেপ্টেম্বর সিডনিতে ও ২৪ সেপ্টেম্বর ব্রিসবেনে কনসার্ট দুটিতে গান গেয়ে শোনানোর আগে-পরে একটি মিউজিক ভিডিওর কাজ করেছেন তিনি।
গত বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে প্রকাশিত হয় কুমার বিশ্বজিতের গাওয়া ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ গানটি। এর ভিডিওর কাজই হয়েছে সিডনি ও ব্রিসবেনে।
আশিকুর রহমানের নির্দেশনায় ভিডিওতে কুমার বিশ্বজিৎ ছাড়াও গিটার হাতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ইফতি। এতে উঠে এসেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভিডিওটি শুক্রবার (৭ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ‘ওগো বিদেশিনী’ গানটির নতুন সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস। অডিও গানটি জিপি মিউজিক অ্যাপের এক্সক্লুসিভ বিভাগে রয়েছে।
এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশ্বকবি বাঙালির আত্মার আত্মীয়। তাকে সম্মান জানাতে গানটি গাইলাম। ভিডিওটির জন্য অস্ট্রেলিয়ায় অনেক পরিশ্রম করেছি। শ্রোতা-দর্শকদের জন্য এটা আমার পূজার উপহার। ’
সবশেষ প্রায় আট বছর আগে কবিগুরুর ‘আমার বেলা যে যায়’ গানটি গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। ‘ওগো বিদেশিনী’ তার গাওয়া দ্বিতীয় রবীন্দ্রসংগীত।
* কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘ওগো বিদেশিনী’ গানের ভিডিও :
আরও পড়ুন>>>
* অস্ট্রেলিয়া যাচ্ছেন কুমার বিশ্বজিৎ ও আনজাম মাসুদ
* ইমরানের সুরে কুমার বিশ্বজিৎ
* কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’
* ব্যস্ত কুমার বিশ্বজিৎ
বাংলাদেশ সময় : ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
জেএইচ