ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন ‘হিরো’ বাঁধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নতুন ‘হিরো’ বাঁধন (বাঁ থেকে) পূষণ, বাঁধন ও তন্ময়, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হুমায়ূন আহমেদের রচনা ও মেহের আফরোজ শাওনের পরিচালনায় 'নক্ষত্রের রাত' চলচ্চিত্রের 'হিরো' হলেন নবাগত বাঁধন। 'ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ প্রতিযোগিতার প্রথম আসরে সেরার স্বীকৃতি হিসেবে সুযোগটি পাচ্ছেন এই তরুণ।

শনিবার (৮ অক্টোবর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে 'হিরো' হিসেবে ঘোষণা করা হয় বাঁধনের নাম।

পাঁচশ’ তরুণের মধ্য থেকে সেরা পাঁচ প্রতিযোগী স্থান করে নেন চূড়ান্ত পর্বে। বাকি চারজনকে হটিয়ে শেষ হাসি থাকলো বাঁধনের মুখে। পুরস্কার হিসেবে তিনি আরও পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ মিতসুবিসি গাড়ি ও এক লাখ টাকা। তার অভিষেক ছবি ফেয়ার অ্যান্ড লাভলীর নিবেদনে পরিবেশনার দায়িত্বে থাকবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে প্রথম রানারআপ পূষণ দুই লাখ টাকা আর দ্বিতীয় রানারআপ তন্ময় পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া এক বছরের জন্য ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের নাটক ও টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পাবেন তারা।

পুরস্কার ঘোষণার সময় মঞ্চে ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার।

৫০০ তরুণের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় সেরা পনেরো। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন রকম টাস্ক শেষ করেন তারা। তাদের মধ্য থেকে নির্বাচিত সেরা দশ তরুণ নাচ, অ্যাকশন, অভিনয়, র‌্যাম্প মডেলিং, ফটোশুট এবং টিভি বিজ্ঞাপনে নৈপুণ্য দেখিয়ে নিজেদের প্রমাণ করেন।

তারপর সেরা পাঁচে জায়গা করে নেন বাঁধন, নীল, তন্ময়, পূষণ ও সজীব। প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী-নির্মাতা তানিয়া আহমেদ। চূড়ান্ত পর্বে অতিথি বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়ক ফেরদৌস।

২৯ জুন থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের ১৫টি পর্ব প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। গ্র্যান্ড ফিনালেও সরাসরি দেখিয়েছে চ্যানেলটি। এ আয়োজন পরিচালনা করেন তাহের শিপন ও রায়হান খান।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।