ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আরামে সিনেমা দেখার ব্যবস্থা স্টার সিনেপ্লেক্সে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
আরামে সিনেমা দেখার ব্যবস্থা স্টার সিনেপ্লেক্সে

ঢাকা: দর্শককে আরাম করে সিনেমা দেখার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজধানীর অভিজাত শপিং সেন্টার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স।

শনিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ‘স্টার সিনেপ্লেক্স’ প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা এমন মত প্রকাশ করেন।

চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দীন সেলিম বলেন, সত্যিকার অর্থে দর্শককে আরাম করে সিনেমার দেখার দায়িত্ব নিয়েছে স্টার সিনেপ্লেক্স। বিনোদনের ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স নতুন দিগন্ত সৃষ্টি করেছে। রাজধানীতে আরো ১০টি  স্টার সিনেপ্লেক্সের মতো ভালো পরিবেশে সিনেমা দেখার হল চাই।

অভিনেতা মিশা সওদাগার বলেন, যারা বলতো সিনেমা দেখার মতো পরিবেশ নেই। তাদের জন্য স্টার সিনেপ্লেক্স নির্মাণ একটা ভালো পদক্ষেপ। সিনেমার উন্নয়নের জন্য একটা হলের ভালো বিকল্প নেই। হল ভালো হলে ভালো সিনেমাও নির্মাণ হবে।

তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, দর্শক সিনেমা দেখতে ভালো পরিবেশ চায়। স্টার সিনেপ্লেক্স  সিনেমাপ্রেমীদের সেই চাহিদা পূরণ করেছে। আশা করবো, সারাদেশে স্টার সিনেপ্লেক্সের মতো আরও ৫০ টি হল হবে। এতে করে সিনেমার উন্নয়ন হবে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, সবার ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। তবে স্টার সিনেপ্লেক্সে যখন সিনেমা দেখানো শুরু হয়, তখন প্রথম দুই বছর অনেক কষ্ট করতে হয়েছে। স্টার সিনেপ্লেক্স ভদ্রলোকদের সিনেমা হলমুখী করতে পেরেছে।

এ সময় স্টার সিনেপ্লেক্স স্থাপনের উদ্যোগের সঙ্গে থাকার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনৃষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী বাংলা সিনেমার বিভিন্ন দশকের জনপ্রিয় গান পরিবেশন করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিটি ডেভলপমেন্ট লিমিটেডের ইনচার্জ টি আই লতিফুল হোসেন, নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী অপি করিম, চিত্র নায়িকা পপি, সোহানা সাবা, জলি, চিত্র নায়ক রওশন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমসি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।