ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সালমানের কুশপুত্তলিকা দাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
সালমানের কুশপুত্তলিকা দাহ সালমান খান

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিতিশীল অবস্থা ক্রমেই বেড়ে চলেছে। দুই দেশের যুদ্ধবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে বলিউডে।

হিন্দি ছবির শিল্পে পাকিস্তানি শিল্পীদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারকারা।

কেউ পাক তারকাদেরকে ভারতে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষে। আবার অনেকে মনে করেন, সীমান্ত ভুলে শিল্পীকে শিল্পী হিসেবেই দেখা হোক। তাদেরকে জাতির জন্য হুমকি সন্ত্রাসীদের কাতারে না ফেলার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।

পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার পক্ষে নন সুপারস্টার সালমান খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রতিবেশী দেশের শিল্পীদের পক্ষে বিবৃতি দেন তিনি। এ কারণে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম উত্তর প্রদেশের মুজাফফরনগরের খাতোলি শহরে ৫০ বছর বয়সী এই তারকার কুশপুত্তলিকা দাহ করেছে।

সঙ্গীত সোম সেনাদের বিক্ষুদ্ধ কর্মীরা সালমানের সব ছবি বর্জনের হুমকিও দিয়েছে। ভারতে সবচেয়ে বেশি ভক্ত আছে এমন তারকাদের মধ্যে তাকে ধরা হয় অন্যতম। তার প্রতিই ঘৃণা প্রকাশের এমন নজির হতবাক করেছে অনেককে।  

বাংলাদেশ সময় : ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।