শারদীয় দূর্গোৎসবে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। এর মধ্যে বিজয়া দশমীতে মঙ্গলবার (১১ অক্টোবর) দিনব্যাপী নানান আয়োজন থাকছে টেলিভিশনে।
মহামায়া
এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ডা: অরূপ রতন চৌধুরী ও তাপসী ঘোষ। চন্ডী পাঠে প্রমোদ দত্ত, নৃত্য পরিবেশনায় কস্তুরী দত্ত ও অনিক বোস। উপস্থাপনায় বৃষ্টি মজুমদার।
* ‘সিঁদুর’ নাটকে আফরান নিশো ও উর্মিলা শ্রাবন্তী কর। আরটিভিতে প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে। লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনায় মিলন ভট্ট।
* ‘আঁধারে আলো’ নাটকে সাদিয়া ইসলাম মৌ। দেশ টিভিতে প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্রনাট্য ও পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, চৈতী।
* ‘হারানো দিনের কথা’ নাটকে সজল ও মিলা হোসেন। বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। দীপান্বিতা ইতির রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
* ‘দশভূজা’ নাটকে নাজিয়া হক অর্ষা। এটিএন বাংলায় প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। পরিচালনায় শৌর্য দীপ্ত সূর্য ও সোলে রানা। এতে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু।
* কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। মাছরাঙা টেলিভিশনের ‘বিজয়া দশমী’ অনুষ্ঠানে গাইবেন তারা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়। উপস্থাপনায় পূজা সেনগুপ্ত।
* ‘তিথির অতিথি’ নাটকে উর্মিলা শ্রাবন্তী কর ও ফারহান আহমেদ জোভান। এনটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। সুমন ধরের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও পাপিয়া সরকার।
* দেবলীনা সুর ও প্রিয়াংকা গোপ। এ দু’জনের পাশাপাশি আরটিভির আয়োজনে গাইবেন বিজন চন্দ্র মিস্ত্রী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিকেল সাড়ে ৫টায়।
* বিজন চন্দ্র মিস্ত্রি ও চম্পা বনিক। দেশ টিভির ‘জাগাবে জ্যোতির মহোৎসবে’ অনুষ্ঠানে গাইবেন তারা। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৯টা ৪৫ মিনিটে।
* একুশে টিভিতে সকাল সাড়ে ৯টায় থাকছে মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’। এতে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান। সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতাকে নিয়ে কুমার বিশ্বজিতের গাওয়া আটটি দ্বৈত গান ও এগুলোর গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। গাজী মাজহারুল আনোয়ারের কাব্যিক চিত্রনাট্যে এর চিত্রায়ন হয়েছে দেশের দর্শনীয় বিভিন্ন স্থানে।
* ‘জোনাকীর আলো’ নাটকে সাবিলা নূর। মাছরাঙা টিভিতে প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। হিমেল আশরাফের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
* ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকে গায়ক মেহরাব ও ক্রিকেটার জাহানারা। বৈশাখী টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়। তারিক মুহম্মদ হাসানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নিলয় ও হিমি।
* ‘শারদীয় বিজয়া’ অনুষ্ঠানে একাত্তরের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ। বাংলাভিশনে প্রচার হবে বিকেল ৫টা ২০ মিনিটে। অতিথি হিসেবে থাকছেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু।
* ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে রথীন্দ্রনাথ রায়। এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। উপস্থাপনায় ফেরদৌস বাপ্পী।
বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
জেএইচ