তিন দশক ধরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘করণ অর্জুন’ (১৯৯৫), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১) প্রভৃতি ছবি উপহার দিয়েছেন তিনি।
ভোগ বিএফএফএস অনুষ্ঠানের একটি পর্বে কাজল বলেছেন, ‘আমি ছবি দেখি না। সত্যিই দেখি না। আমি ছবি পাগল মানুষ নই! এটা শুনতে খারাপ লাগলেও আসলে বই পড়ে আনন্দ পাই বেশি। আমি প্রচুর বই পড়ি। ভ্যাম্পায়ার, নেকড়ে-মানবসহ বিষদাঁত আছে এমন সব চরিত্র এবং তাদের অস্বাভাবিকতা সম্পর্কে পড়তে ভালো লাগে। ’
কাজল জানান, তিনি এখন ব্রিটিশ থ্রিলার লেখক লি চাইল্ডের ‘জ্যাক রিচার’ সিরিজ পড়ছেন। তার কথায়, ‘আমি পড়ায় ভীষণ বিশ্বাসী। আমার অভিমত, শিশুদের নিয়মিত বই পড়া উচিত। এতে মনের বিকাশ হয়। বই মানুষকে উন্নত ও জ্ঞানী করে তোলে। বই পড়া অভ্যাসের ব্যাপার। প্রত্যেকের এই অভ্যাস গড়ে তোলা উচিত। ’
এ অনুষ্ঠানে নিজের পরামর্শদাতা ও ঘনিষ্ঠ বন্ধু মিকি কন্ট্রাক্টরের সঙ্গে অংশ নিয়েছেন কাজল। আগামী ১৫ অক্টোবর এটি প্রচার হবে কালারস ইনফিনিটি চ্যানেলে।
কাজলকে সবশেষ ‘দিলওয়ালে’ ছবিতে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের মা। তাদের বাবা অজয় দেবগনের নতুন ছবি ‘শিবায়’-এর প্রচারণায় অংশ নিচ্ছেন কাজলও।
আরও পড়ুন>>>
* কাজলের দুর্গাপূজা উদযাপন শুরু
* ফেসবুকে কাজল
* আতঙ্কের নাম কাজল!
* অজয়ের ছবির বিপণন প্রধান কাজল
* ইন্টারনেট শাসন করছে শাহরুখ-কাজলের প্রেম!
* মায়ের কান্নাকাটিতে ক্লান্ত কাজলের মেয়ে নাইসা!
* টাকা-পয়সার জন্য বাদ পড়েননি কাজল
বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ