ভারতের হিন্দি ছবি ‘বালা’র কাজ শেষ করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকায় ফিরলেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব। গত ২০ সেপ্টেম্বর থেকে টানা ৭ অক্টোবর পর্যন্ত এর দৃশ্যায়নে অংশ নেন তিনি।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিরব বাংলানিউজকে জানান, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ভারতের কর্নাটকে পৌঁছান তিনি। এরপর টানা ১৮ দিন ছবিটির কাজ করেছেন। তার কথায়, ‘হিন্দি ভাষা শুনতে সহজ মনে হলেও প্রম্পটারের কাছ থেকে শুনে সংলাপ বলা বেশ কঠিন ছিলো। তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এ ছবি আমার অভিনয় জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। ’
ফয়সাল সাইফের পরিচালনায় বেঙ্গালুরু, কোলার, চিকমাগুলুর, তুমুরতুকু, মাইসুর, কেন্ডেট্টি, বানগারপেটে ‘বালা’র চিত্রায়ন হয়েছে। এর মধ্যে কেন্ডেট্টিতে অসংখ্য তামিল ছবির কাজ হয়েছে। বলিউড অভিনেতা অজয় দেবগণও এখানে অভিনয় করেছেন।
সত্যি ঘটনা অবলম্বনে নির্মাণাধীন ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে দেখা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তার চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় আছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম।
মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। ২০০৫ সালে মহেশ ভাটের প্রযোজনা ও তার স্ত্রী সোনি রাজদানের পরিচালনায় ‘নজর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। একই বছর গায়ক লাকি আলির বিপরীতে ‘কাসাক’ ছবিতে দেখা গেছে তাকে। ২০১২ সালে ফয়সাল সাইফের ‘পাঁচ ঘণ্টে মে পাঁচ ক্রোড়’-এ অভিনয় করেন তিনি।
কবিতা ও মীরা উভয়ের বিপরীতেই ‘বালা’য় অভিনয় করেছেন নিরব। এ ছাড়া শিশুশিল্পীর চরিত্রে আছে তাসমিয়া। সিআইডি কর্মকর্তার স্ত্রীর বান্ধবীর চরিত্রে আছেন দক্ষিণী অভিনেত্রী ইতি আচারিয়া। ফেইথ পিকচার্স প্রযোজিত ছবিটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে এর আগে চিত্রনায়ক ফেরদৌস ‘মিট্টি’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন ২০০১ সালে। এরপর আর বাংলাদেশি কোনো তারকার এমন নজির ছিলো না। এ তালিকায় যুক্ত হলেন নিরব।
আরও পড়ুন>>>
* হিন্দি ছবিতে নিরব
বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ