সৃজনশীল নাট্যতরুণ হিসেবে নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক পেলেন তপন হাফিজ। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তার হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।
তপন হাফিজ হলেন নাট্যতীর্থর দলপ্রধান। তনুশ্রী পদক পাওয়ার পর তিনি বাংলানিউজকে বললেন, ‘এটা পাওয়ার পর মঞ্চে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। আমাদের নাট্যকর্মীদের কাছে এ পদক বহুল কাঙ্ক্ষিত ও লোভনীয়। এমন স্বীকৃতি আমাদের মতো নাট্যকর্মীদের অনেকদূর যাওয়ার পথে উদ্বুদ্ধ করে। ’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেঝ মিজু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং ফ্যাশন হাউস অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।
২০০১ সাল থেকে তনুশ্রী পদক প্রদান করে আসছে নাট্যধারা। এবারের পদক প্রদানের আনুষ্ঠাকিতা শেষে মঞ্চায়ন হয় নাট্যধারার ১৬তম প্রযোজনা ‘অতীশ দীপঙ্কর সপর্যা’। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।
বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ