ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজকে নিয়ে খোকনের ‘আপত্তিকর’ মন্তব্য, বিশৃঙ্খলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
নায়করাজকে নিয়ে খোকনের ‘আপত্তিকর’ মন্তব্য, বিশৃঙ্খলা নায়করাজ রাজ্জাক ও বদিউল আলম খোকন (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। নায়করাজকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় এমন ঘটনা ঘটে। শনিবার (২০ মে) দুপুরে সমিতির কার্যালয়ে মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে তর্কযুদ্ধ করেন ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুব। 

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, অভিনেতা-পরিচালক বাপ্পারাজের সাম্প্রতিক বক্তব্য, তাকে সতর্কতামূলক নোটিশ দেওয়ার বিষয় নিয়ে আড্ডার ছলে কথা বলছিলেন নির্মাতারা। এক পর্যায়ে দুপুর ১টার দিকে খোকন ও মাহবুব তর্কে লিপ্ত হন।

নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘অাপত্তিকর’ মন্তব্য করেন খোকন। এর জবাব দেন গাজী মাহবুব। তাতেই তর্কযুদ্ধ জমে ওঠে। এক পর্যায়ে খোকনের লোকজন মাহবুবকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেয়।  

বাংলানিউজের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন নির্মাতা গাজী মাহবুব। তিনি বললেন, ‘নায়করাজ নাকি চলচ্চিত্রের জন্য তেমন কিছুই করেননি! খোকন সাহেবের এমন মন্তব্যের প্রতিবাদ করায় আমাকে হেনস্থা করা হয়েছে। তিনি আমাকে এফডিসি থেকে লাথি মেরে বের করে দেবেন বলে হুমকি দিয়েছেন। তারপর খোকনের লোকজন আমাকে ধাওয়া করে। ’

মাহবুব যোগ করে বলেন, ‘আমি তাকে জবাব দিয়েছিলাম যে, অশ্লীল ছবির নির্মাতা হয়ে আপনি চলচ্চিত্রের জন্য কি করেছেন? নায়করাজ রাজ্জাকের পক্ষে কথা বলে আমাকে যদি লাথি খেতে হয়, তাহলে অশ্লীল ছবির পরিচালক হিসেবে আমি আপনাকে জুতাপেটা করতে পারি। ’

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার সময় উপস্থিত অন্য নির্মাতারা দু্ইপক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এরই মধ্যে ধাওয়ার ঘটনাও ঘটে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শাহ আলম কিরন, শাহীন সুমন, সাফিউদ্দিন সাফি, সাইমন তারিক, অপূর্ব রানা প্রমুখ।

গাজী মাহবুবএ ব্যাপারে জানতে চাইলে বদিউল আলম খোকন বলেন, ‘এটা নিয়ে নিউজ করার কিছু নেই। আমাদের ঘরের সমস্যা আমরাই সমাধান করে নেবো। ’

এদিকে বাপ্পারাজ ফোনে বাংলানিউজকে বলেন, ‘আমি শুনেছি এমন কিছু ঘটেছে। আমার কথা হচ্ছে, বদিউল আলম খোকন আমার বাবাকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা রাখেন কি-না, এটা সাংবাদিকরা বিবেচনা করুন। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।