ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ছুটির ঘণ্টা’র নির্মাতার উন্নত চিকিৎসা দরকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ২০, ২০১৭
‘ছুটির ঘণ্টা’র নির্মাতার উন্নত চিকিৎসা দরকার আজিজুর রহমান

এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ‘ছুটির ঘণ্টা’খ্যাত নির্মাতা আজিজুর রহমান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হৃদরোগে আক্রান্ত হলে প্রখ্যাত এই নির্মাতাকে দ্রুত ঢাকার বারিধারার একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

 

আজিজুর রহমানের সহধর্মিণী শামীম রহমানের সূত্রে জানা যায়, গুণী এই মানুষটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। হার্টে এনজিওগ্রাম করানো সম্ভব হচ্ছে না।

বর্তমানে হাসপাতালের এইচডিওতে রাখা হয়েছে তাকে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন আজিজুর রহমান।

শামীম রহমান আরও জানান, ৭৭ বছর বয়সী নির্মাতার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু চিকিৎসা ব্যয় নির্বাহ করার মতো সচ্ছলতা তাদের নেই। এ অবস্থায় গুণী এই নির্মাতার চিকিৎসায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তার পরিবার।

‘ছুটির ঘণ্টা’ ছাড়াও ‘অশিক্ষিত’, ‘সমাধান’, ‘নাচের পুতুল’, ‘শেষ উত্তর’, ‘রঙিন রূপবান’ প্রভৃতি আলোচিত ছবি তৈরি করেছেন আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।