ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরপর দুই সন্ধ্যায় ‘সুরগাঁও’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
পরপর দুই সন্ধ্যায় ‘সুরগাঁও’  ‘সুরগাঁও’ নাটকের দৃশ্য

উদ্বোধনী প্রদর্শনীতেই নজর কেড়েছিলো ‘সুরগাঁও’ নাটকটি। এর পর থেকে নিয়মিতভাবে মঞ্চে আলো ছড়াচ্ছে এটি। এরই ধারাবাহিকতায় এবার পর পর দু’দিন থাকছে ‘সুরগাঁও’-এর মঞ্চায়ন।

দেশনাটকের ২২তম প্রযোজনা  ‘সুরগাঁও’। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় দু’মাস বিরতিতে ফের মঞ্চে আসছে আলোচিত নাটকটি।

১৫ জুলাই রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে ও ১৬ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে প্রদর্শিত হবে এটি।

নাট্যকার মাসুম রেজার মতে, সুরগাঁও মগজবাস্তবতার গ্রাম। একজন লেখকের মগজের যে বাস্তবতা সেই গ্রাম এ নাটকে উঠে এসেছে। এখানে অতীত, বর্তমান ও ভবিষ্যত একই সরলরেখায় এসে মিলিত হয়। সময়কে এখানে বিবেচনা করা হয় না।  

নাটকে ১৮০ বছরের এক বৃদ্ধ ফিরে আসেন এই গ্রামে। আবার আরও একজন ভবিষ্যৎদ্রষ্টা আছেন যিনি ভবিষ্যতের এক বছরকে দেখতে পান এরকম একটি গ্রাম হচ্ছে সুরগাঁও। যেখানে একজন বাঁশিবুড়ি বিভিন্ন ধরনের অপরাধীদেরকে নিয়ে এসে বাঁশি শেখান। তাদের মন থেকে অসুর দূর করে সুর প্রতিষ্ঠা করেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।