ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাত দেশের ১৬ ছবি নিয়ে ঢাকায় উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
সাত দেশের ১৬ ছবি নিয়ে ঢাকায় উৎসব ‘বিমসটেক’ উৎসবে দেখানো হবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান— এই সাত দেশের ১৬টি চলচ্চিত্র নিয়ে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিমসটেক’ চলচ্চিত্র উৎসব

‘বিমসটেক’-এর (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকনমিক কো অপারেশন) ২০ বছর উদযাপনের অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্রে সংসদের সহযোগিতায় ঢাকায় অবস্থিত ‘বিমসটেক’ সচিবালয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে। ২২ জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব।

 

উৎসবে ‘বিমসটেক’ অধিভূক্ত সাতটি দেশের মোট ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে বাংলাদেশের চারটি চলচ্চিত্র হলো মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ (উদ্বোধনী ছবি), অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, রিয়াজুল রিজুর ‘বাপজানের বায়োস্কোপ’ ও তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’।  

এর পাশপাশি ভারতের ৪, মিয়ানমারের ২, নেপালের ২, থাইল্যান্ডের ২, শ্রীলঙ্কার ১ এবং ভুটানের ১টি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনী হবে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। উৎসব সম্পর্কে জানাতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে সংবাদ সম্মেলন।  

‘বিমসটেক’ সচিবালয়ে উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘বিমসটেক’র সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমিত নাকানদালা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।