ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দশ বছর পর বাংলোর চাবি পেলেন দিলীপ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
দশ বছর পর বাংলোর চাবি পেলেন দিলীপ কুমার দিলীপ কুমার ও সায়রা বানু (ছবি: সংগৃহীত)

দশ বছর পর পুনরায় পালি হিলের সম্পত্তির মালিকানা বুঝে পেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশের উপস্থিতিতে দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর হাতে বাংলোর চাবি ফিরিয়ে দেয় প্রজিতা ডেভেলপারস প্রাইভেট লিমিটেড। দশ বছর ধরে এই রিয়েল এস্টেট ফার্মের অধীনেই ছিলো এ সম্পত্তি।

মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের এই সম্পত্তির পরিমাণ প্রায় ২৪১২ বর্গগজ। এতো দিন পর এই সম্পত্তির মালিকানা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৯৪ বছর বয়সী দীলিপ ও  সায়রা বানু।

চাবির গোছা হাতে নিয়ে আলোচিত্রীদের সামনে পোজও দিয়েছেন সায়রা।

প্রজিতা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের হাতে জমিটি তুলে দিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। চুক্তি হয়েছিলো, দু’বছরের মধ্যে জমিতে নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় এক দশক আগে আদালতে মামলা করা হয়। ৩০ আগস্ট প্রতিষ্ঠানটির কাছে নিবন্ধন হিসেবে চার সপ্তাহের মধ্যে ২০ কোটি রুপি দেওয়ার জন্য দিলীপ কুমারকে আদেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে টাকা পাওয়ার এক সপ্তাহের মধ্যে তার হাতে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় রায়ে।

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।