ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গাদের পক্ষে মানববন্ধন করলো চলচ্চিত্র পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
রোহিঙ্গাদের পক্ষে মানববন্ধন করলো চলচ্চিত্র পরিবার চলচ্চিত্র পরিবারের মানববন্ধন, ছবি: রাজীন চৌধুরী

পূ্র্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার পর প্রেসক্লাবে মানববন্ধন করেছে চলচ্চিত্র পরিবার। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ ও সমালোচনা। এরই অংশ হিসেবে রোহিঙ্গাদের পক্ষে মাঠে নেমেছেন চলচ্চিত্রের মানুষেরা। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতিসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের সদস্যরা সকাল ১০টার পর থেকেই জড়ো হতে থাকেন জাতীয় প্রেসক্লাবে। ১১টার পরপর তারা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহবান জানান তারা।  

বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির অভিভাবক অভিনেতা ফারুক। আরও ছিলেন রুবেল, মিশা সওদাগর, আমিন খান, হেলাল খান, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, মোহাম্মদ হোসেন জেমী প্রমুখ।  

মানববন্ধনে ফারুক বলেন, ‘মিয়ানমারের নেত্রী সু চি হচ্ছেন একজন পুতুল। আর পুতুলের হাতে কখনো নোবেল পুরস্কার দিতে নেই। ধিক্কার জানাই এমন নিষ্ঠুর সরকারকে। ’

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘রোহিঙ্গারা মানবেতর জীবন যাপন করছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই দ্রুত। মিয়ানমারের পাষণ্ড সরকারের প্রতি ঘৃণা রইলো। ’

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।