ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আব্দুল জব্বারের রয়্যালিটি বকেয়া ৬০০ মিলিয়ন ডলার’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
‘আব্দুল জব্বারের রয়্যালিটি বকেয়া ৬০০ মিলিয়ন ডলার’ আব্দুল জব্বার স্মরণসভায় অতিথিরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘বাবাকে ব্যাংকক নেওয়ার জন্য প্রয়োজন ছিলো দুই কোটি টাকা। মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরেও তা সংগ্রহ করা যায়নি’ বলে দাবি করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার। আর ‘এই শিল্পী যা গান করেছেন, তার রয়্যালিটির সঠিক হিসাব করলে পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০০ মিলিয়ন ডলার (৪ হাজার ৮শ কোটি)’ বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আব্দুল জব্বার স্মরণসভায় তারা এ কথা জানান। সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সংসদ সদস্য কাজী রোজী।

শিল্পীর প্রাপ্ত রয়্যালিটি সংগ্রহের ব্যবস্থা করে তার পরিবারের কাছে হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা জানান।

কবি ও ভাষা সৈনিক সাব্বির আহমেদে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল জব্বার সম্পর্কে আলোচনা করেন কবি আসলাম সানী, মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন, গীতিকার হাসান মতিউর রহমান, চিত্র নায়িকা নূতন, কণ্ঠশিল্পী নিশাত আফজা আরজু, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের আলী আশরাফ আকন্দ, লাইলা এনাম রাত্রী, আশরাফুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

আলোচকরা আব্দুল জব্বারের জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্বীকার করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া দেশের প্রায় প্রতিটি বিনোদন শিল্পীই মৃত্যুশয্যায় আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়লে সরকার তাদের প্রতি সেভাবে নজর দেয় না বলেও অভিযোগ করেন তারা।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল জব্বারকে স্মরণে রেখে তার গাওয়া বিভিন্ন গান পরিবেশন করা হয় এ পর্যায়ে। গান পরিবেশন করেন বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আবৃত্তিশিল্পী ড. শাহদাৎ হোসেন নিপু।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।