ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন এভ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন এভ্রিল জান্নাতুল নাঈম এভ্রিল/ ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হলেন জান্নাতুল নাঈম এভ্রিল। চীনে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে অংশ নেবেন তিনি, করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব।

প্রথম রানার্সআপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার্সআপ হন জান্নাতুন সুমাইয়া হিমি। জমকালো পরিসরে ২৯ সেপ্টেম্বর রাতে হয়েছে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) নবরাত্রি হলে এ আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপস্থাপক শিনা চৌহানের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হলভর্তি হাজারো দর্শকদের সামনে ১০ প্রতিযোগী মঞ্চে এসে একে নিজেদের পরিচয় দেন। এরপর প্রত্যেকেই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।  

নাচ ও একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন প্রতিযোগীরা। এর বাইরে তারকা পারফরম্যান্সও ছিলো চোখে পড়ার মতো। চিত্রনায়ক নিরব নেচেছেন, প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গেয়েছেন দুই সহোদর হৃদয় খান ও প্রত্যয় খান।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগীরা/ ছবি: রাজীন চৌধুরীগ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোচিত্রী চঞ্চল মাহমুদ, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, রুবাবা দৌলা মতিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শিনা চৌহান।
 
এক নজরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিল
বয়স- ২০
লেখাপড়া- এলএলবি ২য় বর্ষ
শখ- বাইক চালানো, বাচ্চাদের সঙ্গে খেলা, দাতব্য কাজ
অন্যান্য গুণ- সাঁতার, বোলিং, গান গাওয়া, জিমন্যাস্টিক
 দক্ষতা- বাইক চালানো, ফটোতে সুন্দর দেখানো, মনমরাদের মন ভালো করে দেয়া, কোনো উপহার এমনভাবে র‌্যাপিং করা যা কেউ খুললেই অবাক হবে, খুব আশ্চর্যজনকভাবে কথা শুরু করা, হঠাৎ করেই কারো সঙ্গে জমিয়ে আলাপকালে কথা বন্ধ করে দেয়া।
জেলা- চট্টগ্রাম
স্বপ্ন- নিজেকে এমন জায়গায় অবস্থানে নিয়ে যাওয়া যেখানে মানুষ প্রতিটি কথার মূল্য দেবে।
সামাজিক কর্ম: ঢাকা ও চট্টগ্রামের দুটি রক্তদাতা গ্রুপের সঙ্গে যুক্ত
পছন্দের খাবার- সব ধরনের বাঙালি ও চাইনিজ খাবার
প্রিয় রং- কালো
পোশাক- মানিয়ে যায় এমন সব পোশাক।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসও/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।