ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

বিনোদন

চার ভাষার আসছে অন্তুর ‘দ্য প্রটেক্টর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
চার ভাষার আসছে অন্তুর ‘দ্য প্রটেক্টর’ অভিনেতা অন্তু করিম

২০২০ সালে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু কুচক্রী মহল। কিন্তু তাদের রুখতে বদ্ধপরিকর দেশের মেধাবী তরুণ সাজিদ খান।

পর্দার এ সাজিদ খান হচ্ছেন অভিনেতা অন্তু করিম। অনিক কান্তি সরকারের পরিচালনায় এমন গল্পের একটি ওয়েব সিরিজ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছেন এ অভিনেতা।

অ্যাকশন-থ্রিলারধর্মী ওয়েব সিরিজটির নাম ‘দ্য প্রটেক্টর’। সম্প্রতি এর শ্যুটিং শুরু হয়েছে।   

অন্তু করিম বলেন, ‘এ চরিত্রর জন্য অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে, তবে কাজটাকে বেশ উপভোগ করছি। আমার সব পরিশ্রম সার্থক হবে যদি দর্শকদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারি’।

পরিচালক বলেন, ‘এতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি, কারণ নির্মাণে কোনো খুঁত রাখতে চাইনি’।

কনটেক্স জি ফিল্মসের ব্যানারে এ ওয়েব সিরিজ বাংলা ছাড়াও ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবী ভাষায় মুক্তি পাবে। ‘দ্য প্রটেক্টর’র গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। সম্প্রতি এর একটি পোস্টার প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
জেআইএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।