ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ফিলিপাইনের নৃত্য উৎসবে অংশ নিচ্ছেন পূজা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ফিলিপাইনের নৃত্য উৎসবে অংশ নিচ্ছেন পূজা পূজা সেনগুপ্ত

বিশ্ব সেরা নাচিয়েদের বৃহত্তম আসর ‘ড্যান্স এক্সচেঞ্জ: ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৯’-এ অংশ নিচ্ছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ফিলিপাইনের রাষ্ট্রপতির আদেশক্রমে দেশটির সরকারের পক্ষ থেকে উৎসবে সরাসরি আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের নাচের দলটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পূজা সেনগুপ্তের নেতৃত্বে তুরঙ্গমীর তিন সদস্যের দল ফিলিপাইন যাচ্ছে। দলের অন্য দু’জন সদস্য হলেন সুস্মিতা লোপা ও লোপা অধিকারী।

.প্রতি বছরের মতো এবারও এপ্রিল এর শেষ সপ্তাহটিকে ফিলিপাইন ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করেছে। তাই দিনটি উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ’।

২৬ এপ্রিল থেকে শুরু হয়ে পাঁচ দিনব্যাপী আয়োজিত এ উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। এছাড়া একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।

২০১৮ সালে ‘ড্যান্স এক্সচেঞ্জ’-এ পূজা সেনগুপ্ত বাংলাদেশের আরতি নাচের উপর কর্মশালা পরিচালনা করেছিলেন। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ফিলিপিনো নৃত্য প্রশিক্ষক।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।