ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কথায়-সুরে-কণ্ঠে…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৯
কথায়-সুরে-কণ্ঠে… গাজী মাজহারুল আনোয়ার-শফিক তুহিন ও স্বরলিপি

নির্মাতা জাকির হোসেন রাজু’র ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী স্বরলিপি।

এই সিনেমায় ‘এক পৃথিবীর ইতিহাস’ শিরোনামের গানটি লিখেছেন দেশ বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন স্বরলিপি ও রাশেদ।

এছাড়া ‘সাগরের বুকে যতো জল’ শিরোনামের গানটি লিখেছেন নির্মাতা জাকির হোসেন রাজু। এটি একককণ্ঠে গেয়েছেন স্বরলিপি। দুটি গানেরই সুর-সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী শফিক তুহিন।

এ প্রসঙ্গে শফিক তুহিন বাংলানিউজকে বলেন, গাজী মাজহারুল আনোয়ারের কথায় কাজ করেছি, এটা আমার জন্য আনন্দের। স্বরলিপি ও রাশেদ দুজনই বেশ ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।  

গান দুটি প্রসঙ্গে স্বরলিপি বাংলানিউজকে বলেন, গাজী মাজহারুল আনোয়ারের কথায় গাইতে পেরে গর্ববোধ করছি। কৃতজ্ঞতা শফিক তুহিন ভাইয়ের প্রতি, আমাকে সুযোগ দেওয়ার জন্য। দুটি গানই বেশ ভালো হয়েছে। এককথায় আমি বেশ উচ্ছ্বসিত।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ১৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।