ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অজিত দোভালের জীবনভিত্তিক সিনেমায় অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
অজিত দোভালের জীবনভিত্তিক সিনেমায় অক্ষয় কুমার! অক্ষয় কুমার অভিনয় করবেন অজিত দোভালের চরিত্রে!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একজন বহুল আলোচিত ব্যক্তিত্ব। ভারতে যেমন তার জনপ্রিয়তা আছে, তেমনি ভারতের শত্রুদের কাছেও তিনি এক জীবন্ত আতঙ্ক। জানা গেছে, এই সাবেক গোয়েন্দা কর্মকর্তার জীবনভিত্তিক সিনেমা বানাতে যাচ্ছেন পরিচালক নীরাজ পাণ্ডে। সেখানে অজিত দোভালের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার।

মুম্বাইভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের জীবন ও ক্যারিয়ারের ওপর আলোকপাত করে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নীরাজ পাণ্ডে। ভারতের কেন্দ্রীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক কর্মকর্তা অজিত দোভাল ভারতের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সফল অপারেশনের মূল নায়ক।

 

‘বেবি’ (২০১৫) সিনেমার সাফল্যের চার বছর পর আবারও নীরাজ ও অক্ষয় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে, এই থ্রিলারধর্মী নতুন সিনেমাটিও ‘বেবি’ সিনেমার মতো একই রকম ক্ষেত্রে নির্মিত হবে। সিনেমাটির জন্য গবেষণা ও পাণ্ডুলিপি লেখার কাজ এখনো চলছে।  

এর আগে অক্ষয় এবং নীরাজ একসঙ্গে কাজ করেছেন ‘স্পেশাল ২৬’, ‘রুস্তম’, ‘বেবি’ ও ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমায়।  

প্রথমে অজয় দেবগন অভিনীত ‘চাণক্য’ সিনেমাটি বানাবেন নীরাজ। এই ঘোষণা তিনি কয়েক মাস আগেই দিয়েছেন। অক্ষয়ও তার প্রতিশ্রুত কাজগুলো এর মধ্যে সেরে নেবেন। পাণ্ডুলিপি প্রস্তুত হলেই নতুন সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নীরাজ।

এর আগে, ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (২০১৮) সিনেমায় পরেশ রাওয়াল অভিনয় করেছিলেন গোবিন্দ ভরদ্বাজ চরিত্রে। সিনেমায় এই চরিত্রটি অজিত দোভালের ভূমিকাকে চিত্রায়িত করেছিল।  

এদিকে অক্ষয় কুমার তার ‘মিশন মঙ্গল’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহরি, নিত্যা মেনন ও শারমান জোশী। আগামী ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

‘বেবি’ সিনেমার ট্রেলার:

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।