ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিল্পকলায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
শিল্পকলায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

ঢাকা: রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ‘মুজিব মানে মুক্তি' নাটকের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ নাটকটি মঞ্চায়ন করা হয়।

লিয়াকত আলী লাকী’র গ্রন্থনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে লোক নাট্যদল।

‘মুজিব মানে মুক্তি’ নাটকে আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, যৌবন, সংগ্রামী জীবন ও মহাপ্রয়াণ ক্রমান্বয়ে সন্নিবেশিত হয়েছে। পাক-হানাদারদের সহযোগী যুদ্ধাপরাধীদের হিংস্র চিত্রও তুলে ধরা হয়েছে নাটকটিতে।  

এর আগে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ ‘ধন্য মুজিব ধন্য’ ও ‘সত্য বল সুপথে চল’ গানগুলো পরিবেশন করা হয়। একইসঙ্গে ‘শোন একটি মুজিবরের থেকে’ ও 'দুঃখিনী বাংলা জননী বাংলা’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে শিল্পকলা অ্যাকাডেমির নৃত্যশিল্পীরা।  

এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাজেদ আকবর, কৃষ্ঠি হেফাজ, অনুপমা মুক্তি, আবু বকর সিদ্দীকী পুষ্পিতা প্রমুখ। একই অনুষ্ঠানে আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরকেআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।