ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে এলো ফারহান-ইভানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
প্রকাশ্যে এলো ফারহান-ইভানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ফারহান-ইভানা

সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ারের গল্প-চিত্রনাট্যে ঈদ উপলক্ষে নির্মাতা স্বরাজ দেব নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘তুমিও আমার হতে পারতে’।

আজব কারখানার এই স্বল্পদৈর্ঘ্যে মূখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান-পারসা ইভানা জুটি। চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।

 

এ প্রসঙ্গে নির্মাতা স্বরাজ দেব বলেন, ‘ঈদ আয়োজনে আমার বেশ কিছু কাজের মধ্যে এটি অন্যতম সেরা।  কারণ এর গল্প ও টিমের সকলের আন্তরিকতা। আশা করছি ঈদে স্বল্পদৈর্ঘ্যটি দর্শকের আনন্দের ভিন্ন মাত্রা যোগ করবে। ’ 

মুশফিক ফারহান বলেন, ‘এবারের ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে কাজ করেছি। সবগুলো কাজই ভালো হয়েছে। বিশেষ করে ‘তুমিও আমার হতে পারতে’ অন্যতম। ’ 

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসঙ্গে কাজ করি না। এটা তেমনি একটা বিশেষ কাজ। ’ 

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও টুকঠাক লিখছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গানগুলো যেহেতু আমারই, তাই নিজের মতো যথাযথ গল্প সাজাতে পেরেছি। এটি আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা। তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি। ’

গল্প-চিত্রনাট্য লেখার পাশাপাশি ‘তুমিও আমার হতে পারতে’ স্বল্পদৈর্ঘ্যটির সঙ্গীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘তুমিও আমার হতে পারতে’।

লিঙ্ক: বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।