ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তানভীর-বৃষ্টির ‘দূরে কোথাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
তানভীর-বৃষ্টির ‘দূরে কোথাও’

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দূরে কোথাও’। জহির করিমের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এ জেড আসাদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

নাটকটির গল্পে দেখা যাবে, মানসিক রোগের চিকিৎসক তানভীর। তার কাছে চিকিৎসার জন্য যান তানিয়া বৃষ্টি।

সেখান থেকে পরিচয় তাদের। এরপর পরিবারের অমতে এবং বন্ধুদের নিষেধ উপেক্ষা করে তানভীর বিয়ে করেন বৃষ্টিকে। কিন্তু তিনি কোনোভাবেই দাম্পত্য জীবনে সুখী হতে পারেন না। তাই সবকিছু ছেড়ে একসময় দেশ ত্যাগ করেন। কয়েক বছর পর দেশে ফিরে দেখতে পান ভিন্ন কিছু।  

নাটকটি প্রসঙ্গে তানভীর বলেন, সম্পূর্ণ পারিবারিক একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। স্বামী-স্ত্রীর অন্যরকম এক দ্বন্দ্ব দর্শক এতে দেখতে পাবেন। আশা করি সবার ভালো লাগবে।

‘দূরে কোথাও’র তানভির-বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন খুশবু, শিরিন আলম, রক্তিম প্রমুখ। শুক্রবার (৯ আগস্ট) রাত রাত ১১টা ২৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।