হ্যাঁ, ২০২০- এর বইমেলায় প্রকাশ পাচ্ছে পুতুলকাব্যিক উপন্যাস ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। এটি প্রকাশ করছে তাম্রলিপি প্রকাশনী।
নতুন উপন্যাস প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, বরাবরই আমার লেখার বিষয় নারীর মনঃস্তাত্তিকতা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সমাজে একজন শুভ্র চামড়ার নারীর যতোটুকু মূল্যায়ন হয় তারও দ্বিগুণ অবহেলিত হয় একজন কালো বর্ণের নারী।
তিনি আরও বলেন, একজন কালোর বর্ণের নারীর বহুগুণ থাকার সত্ত্বেও শুধুমাত্র গাযের রঙের কারণে তাকে নানান অবজ্ঞা-নির্যাতনের শিকার হতে হয়। এটা এখনো আমাদের সমাজের বড় একটা সমস্যা। এ সমস্যার মধ্য দিয়ে একজন কৃষ্ণসুন্দরীর প্রকৃত সৌন্দর্যের নির্যাস আমার এবারের বইয়ে তুলে ধরেছি।
এর আগে ২০১৬ সালে পুতুল ‘পুতুল কাব্য উপক্রমনিকা (কাব্যগ্রন্থ)’, ২০১৭ সালে ‘পুতুলকাব্য দ্বিতীয় অধ্যায় (কাব্যগ্রন্থ)’, ২০১৮ সালে ‘একটি মনস্তাত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন (উপন্যাস)’ এবং ২০১৯ সালে পুতুলকাব্যিক উপন্যাস ‘জ্যোৎস্নরাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ওএফবি