ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নির্মাতা রিয়াজুল রিজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নির্মাতা রিয়াজুল রিজু রিয়াজুল রিজু

সিনেমার শুটিংয়ের লোকেশন দেখতে দিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু। বর্তমানে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

গতকাল বুধবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আদি টাঙ্গাইলের থানা পাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবলে পড়েন রিজু ও তার বন্ধু রাসেল।  

বিষয়টি নিশ্চিত করে রিয়াজুল রিজুর প্রযোজনা প্রতিষ্ঠান কারুকাজ-এর মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম যিকরান বাংলানিউজকে বলেন, গতকাল রাতে বন্ধুকে নিয়ে রিজু ভাই মোটরসাইকেলে তার নতুন সিনেমা 'ব্ল্যাক লাইট'র শুটিংয়ের জন্য লোকেশন দেখতে বের হন। বাসায় ফেরার পথে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যান। তারা দুজনই গুরুতর আহত। রিজু ভাই মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, তিনটি সেলাই লেগেছে। তার বন্ধুর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা নেওয়া হতে পারে।

হাসপাতালের বেডে রিয়াজুল রিজু

রিয়াজুল রিজুর গ্রামের বাড়ি টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড। তিনি তার প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৫) পেয়েছেন। একই আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার পায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।