ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

বিনোদন

নির্মাতা রাজের বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
নির্মাতা রাজের বাবা মারা গেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

ছোট ও বড় পর্দার আলোচিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা মুহাম্মদ সৈয়দ আলী (৭০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় নরসিংদীর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাজের প্রধান সহকারী পরিচালক মো. আবুবকর রোকন।

তিনি বলেন, বসের (রাজ) বাবা বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে তিনি বড় ধরনের জটিল কোন রোগে আক্রান্ত ছিলেন না। বস ওনার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টেলিভিশন নাটকের মাধ্যমে রাজের পথচলা শুরু। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ তুমুল জনপ্রিয়।

নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ সিনেমা নির্মাণ করেন ২০১১ সালে। এতে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ। সিনেমাটি তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এরপর ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও 'যদি একদিন' সিনেমা নির্মাণ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।