ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুপারহিরোদের টপকে সিংহাসনে ফিরছে ‘অ্যাভাটার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
সুপারহিরোদের টপকে সিংহাসনে ফিরছে ‘অ্যাভাটার’ ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ পোস্টার

২০০৯ সালে মুক্তির পর এক দশক ধরে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে শীর্ষস্থান দখল করে রেখেছিল ‘অ্যাভাটার’। তবে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২০১৯ সালে একাধিক দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর সিংহাসন দখল করে।

 

এবার জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ আবারও মুক্তি পেল চীনে। শুক্রবার (১২ মার্চ) থেকে বড়পর্দায় প্রদর্শিত হচ্ছে এই মহাকাব্যিক বিজ্ঞান-কল্পকাহিনি। ২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি আয় করেছিল ২,৭৯৭.৬ মিলিয়ন ডলার বা ২ লাখ ৩৭ হাজার কোটি টাকারও বেশি। যা ছিল সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড।  

২০১৯ সালে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’  দুই দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভাঙে। সিনেমাটি অ্যাভাটারের চেয়ে ৭ মিলিয়ন ডলার বা ৫৯ কোটি টাকা বেশি আয় করে তবেই আয়ের হিসাব বন্ধ করে। সেসঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমাও লাভ করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।  

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সিংহাসন যে চিরস্থায়ী হবে না অনুমেয় ছিল। আসন্ন ‘অ্যাভাটার ২’ হয়ত এই রেকর্ড ভাঙবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সিকুয়েলের অপেক্ষা আর করতে হচ্ছে না। ‘অ্যাভাটার’ নিজেই ভাঙতে চলেছে সেই রেকর্ড। চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বাজার হলো চীন। এবার চীনে সিনেমাটির পুনর্মুক্তি আবারও ‘অ্যাভাটার’এর আয়ের খাতা খুলে দিল। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে টপকাতে এখন শুধু সময়ের অপেক্ষা।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।