ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো ‘অচল পয়সা’র ‘দেবী’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
প্রকাশ হলো ‘অচল পয়সা’র ‘দেবী’ আজিম, অর্ণব, সাইফ, ধ্রুব ও মারুফ

প্রথমবার মৌলিক গান প্রকাশ করলো এ সময়ের ব্যান্ড দল ‘অচল পয়সা’। গানের শিরোনাম ‘দেবী’।

সম্প্রতি মিউজিক ভিডিও আকারে ঢাকার এপোজি প্রডাকশনস থেকে গানটি প্রকাশ হয়েছে।  

‘দেবী’ গানটি লিখেছেন ‘অচল পয়সা’র ভোকাল সাইফ। গানটির সংগীতায়োজন করেছেন লীড গিটারিস্ট ধ্রুব।  

গানটি প্রসঙ্গে সাইফ বলেন, গানে সমসাময়িক সকল অনিয়ম আর দুর্দশার কথা বলা হয়েছে। আশা করি আমাদের এ গানটির মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে!

২০১৯ সালের দিকে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয় ব্যান্ড দল ‘অচল পয়সা’। অচল পয়সা মূলত সাইকেডেলিক রক মিউজিক, হার্ড রক নিয়ে কাজ করে। দেশের ব্যান্ড এলআরবি, নগর বাউল, ওয়ারফেজ, মাইলস এবং পশ্চিমা মেটালিকা, আয়রন মেইডেন, মেগাডেথ, স্করপিয়নস, গান্স এন রোজেস এসব ব্যান্ড তাদের অনুপ্রেরণা।  

‘অচল পয়সা’র লাইন আপ- সাইফ (ভোকাল), ধ্রুব (লীড গিটারিস্ট), আজিম (ড্রামস), মারুফ (বেস গীটার), অর্ণব (গীটার)।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।