বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অস্কারের ৯৪তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি)। অস্কারে সেরা চলচ্চিত্রে দৌড়ে থাকা মোট ২৭৬টি সিনেমা থেকে প্রকাশ করা হয়েছে মনোনয়নের চূড়ান্ত তালিকা।
এই প্রতিযোগিতার দৌড়ে ভারতীয় সিনেমা ‘জয় ভীম’ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পায়নি। একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে শ্রেষ্ঠ তথ্যচিত্র (ফিচার) বিভাগের জায়গা করে নিয়েছে ‘রাইটিং উইদ ফায়ার’।
সিনেমাটি যৌথ ভাবে নির্মাণ করেছেন দিল্লির পরিচালক রিন্টু এবং বাঙালি পরিচালক সুস্মিত ঘোষ। ‘রাইটিং উইদ ফায়ার’-এ নির্মাতারা তুলে ধরেছেন এক নিপীড়িত মহিলা সাংবাদিকের গল্প।
এর আগেও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য অর্জন করেছে এই তথ্যচিত্র। এখনও পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ‘রাইটিং উইথ ফায়ার’।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনএটি