ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অর্জুনের সঙ্গে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালাইকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
অর্জুনের সঙ্গে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মালাইকা! মালাইকা আরোরা-অর্জুন কাপুর (ফাইল ছবি)

বলিউড তারকা মালাইকা আরোরা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন তিনি।

শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় মালাইকাকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ির ভেতর মাথায় বালিশ থাকায় মাথায় ভাগ্যক্রোমে কোনও চোট পাননি। রোববার তাকে হাপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

এ বিষয়ে আরও জানা যায়, বাড়ি ফিরছেন মালাইকা। শোনা যাচ্ছে, হাসপাতাল থেকে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেই বের হন তিনি।  

একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানেও দেখা যায়, হাসপাতাল থেকে গাড়িতে করে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে অর্জুনকে। অনেকেই বলছেন, সে সময় মালাইকাকে নিয়েই ফিরছিলেন তিনি।  

এদিকে মালাইকার বোন অমৃতা আরোরা জানিয়েছেন, তার বোন এখন ভাল আছেন। একদম স্থিতিশীল। এবার বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।