ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কারিনার গাড়িতে আহত ফটোসাংবাদিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
কারিনার গাড়িতে আহত ফটোসাংবাদিক কারিনা কাপুর

বলিউড তারকা কারিনা কাপুরের গাড়িতে আহত হয়েছেন এক ফটোসাংবাদিক। এই অভিনেত্রীর ছবি তোলার সময় তার ড্রাইভার গাড়ির চাকা ওই ফটোসাংবাদিকের পায়ের উপর তুলে দেয়!

সোমবার (০৪ এপ্রিল) দুর্ঘটনায় আহত বান্ধবী মালাইকা আরোরাকে দেখতে তার বাড়িতে গিয়েছিলেন কারিনা।

সেখান থেকে বাসায় ফেরার সময় আরেক দুর্ঘটনা দেখতে হয় তাকে।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কারিনার ছবি তুলতে গেলে হুড়োহুড়িতে দুর্ঘটনার কবলে পড়েন ওই ফটোসাংবাদিক।  

এরই মধ্যে সে সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, মালাইকার বাড়ি থেকে বের হওয়ার পর কারিনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা। তখনই অভিনেত্রীর গাড়ির চাকা উঠে যায় একজনের পায়ের উপর। সেসময় গাড়ির বাইরে ছিলেন কারিনা। বিষয়টি দেখে চিৎকার করে উঠেন তিনি!

ড্রাইভারের উদ্দেশে কারিনা বলেন, ‘পিছনে যাও’। খানিক দাঁড়িয়ে যান সাংবাদিকের কাছে। আহত চিত্র সাংবাদিক ঠিক আছেন কিনা সেই খোঁজও নেন কারিনা। পর ঘটনার গুরুত্ব বুঝে আস্তে-আস্তে হেঁটে গাড়িতে উঠে চলে যান।

সে সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।