ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মাঝে মধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই: ববি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
মাঝে মধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই: ববি ইয়ামিন হক ববি

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১৯ সালের আজকের এই দিনে (০৫ এপ্রিল) তার বাবা মারা যান।

বাবার মৃত্যুবার্ষিকী হওয়ার কারণে ৫ এপ্রিল রাতকে নিজের জীবনের ‘ভয়ংকর রাত’ বলে আখ্যা দিয়েছেন ‘বিজলী’খ্যাত নায়িকা।

সামাজিকমাধ্যমে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন ববি। সেখানে তিনি লেখেন, ‘কী যে ভয়ংকর রাত এপ্রিলের ৫ তারিখ। সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে! ভয়, অস্থিরতা, কান্না, কষ্ট যতো সময় যাবে ওই রাত আর এমন লাগবে না। কিন্তু আমার তো কমছে না। বরং কখনো কখনো বাড়ছে। মাঝে মধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই। ’

ঢাকাই সিনেমার এই নায়িকা লেখেন, ‘যে মানুষটা এতো সব কিছু করে দিলো- আর নেই! কিন্তু তার শিক্ষা, মানুষের জন্য ভালোবাসা, সরলতা, বুঝে হোক আর না বুঝে হোক সবসময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এসব তো আর মুছে যাবে না। ’

ববি আরও লেখেন, ‘অনেক দেখতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, একসঙ্গে বসে খেতে ইচ্ছে করে, সিনেমা দেখতে ইচ্ছে করে। ক্রিকেট খেলা দেখার সময় বাংলাদেশ না জিতলে প্রেসার হাই হয়ে যাওয়া, এতো সততা, আনুগত্য, সরলতা, এতো শক্তিশালী সমর্থন পদ্ধতি কোথায় পাবো?’  

যোগ করে তিনি লেখেন, ‘অনেক কথা ছিল তোমার সঙ্গে বলতে পারলাম না। আব্বা তুমি চলে যাবার আগের দুই সপ্তাহ আমি ভারতে শুটিং করছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি যদি সেই সময় তোমার সঙ্গে থাকতে পারতাম...। কতো আবদার, কতো ভালোবাসা, কতো অভিমান সব তোমার সঙ্গে নিয়ে গেছ। ’

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয়ও করছেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।