ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভাঙল ‘আরআরআর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভাঙল ‘আরআরআর’

একের পর এক চমক দেখাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’। বক্স অফিস কাঁপিয়ে এবার সিনেমাটি বলিউডের আলোচিত সিনেমা ‘বজরঙ্গী ভাইজান’র রেকর্ড ভেঙে দিল!

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির তেলুগু সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে।

মাত্র তিনদিনেই এটি বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে। এবার ১১তম দিনে ‘আরআরআর’র আয় ৯৩৯ কোটি, যেখানে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’র মোট আয় ছিল ৯০২ কোটি ৮০ লাখ রুপি। ১১ তম দিনেই সেই সিনেমার রেকর্ড ভেঙে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা তিন সিনেমার একটি হিসেবে তালিকায় উঠে এলো ‘আরআরাআর’।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে ‘আরআরআর’ সিনেমায়। এতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। আরও রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ।  

মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ মুক্তির আগেই নাকি ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।