ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইমনের সঙ্গে শুটিংয়ে ফিরলেন নিপুণ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
ইমনের সঙ্গে শুটিংয়ে ফিরলেন নিপুণ নিপুণ আক্তার ও মামনুন হাসান ইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর এবার কাজে ফিরলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

তবে কোনো সিনেমায় নয়, এ দু’জনকে একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনে।  

জানা গেছে, একটি সরিষার তেলের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন নিপণ ও ইমন। বর্তমানে ইমনের নিজের এলাকা নরসিংদীতে অবস্থান করছেন তারা। সেখানে শনিবার (০৯ এপ্রিল) সকাল থেকে চলছে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ।

ইমন জানান, বিজ্ঞাপনটি পরিচালনা করছেন বাপী সাহ। শিগগিরই নির্মাণ শেষে এটি দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে।

এর আগে ইমন ও নিপুণকে শাহীন কবির টুটুলের পরিচালনায় ‘এই তো প্রেম’ সিনেমায় দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপনেও একসঙ্গে কাজ করেছেন ঢাকাই সিনেমার এই দুই তারকা।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।