ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মা হারালেন উপস্থাপক আনজাম মাসুদ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
মা হারালেন উপস্থাপক আনজাম মাসুদ মা ও স্ত্রীর সঙ্গে আনজম মাসুদ

মা হারালেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের মা আর নেই। রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এ তথ্য নিশ্চিত করেছেন টেলিভিশন নাটকের নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগ এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন আনজাম মাসুদের মা। অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন।  

এ বিষয়ে আরও জানা যায়, আনজাম মাসুদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। সেখানেই নিজ বাড়িতে বাদ আসর আসর মরহুমার দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।