বর্তমানে কলকাতায় অবস্থান করছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। সেখানে যাওয়ার পর শনিবার (০৯ এপ্রিল) ‘কাঁচা বাদাম’খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন।
জানা যায়, গানটির কথা লিখেছেন নজরুল কবির। সুর করেছেন এফ এ প্রীতম। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। রেকর্ডিং করেছেন দেব ও নৃপাংশু শেখর।
শনিবার সন্ধ্যায় কলকাতার লেকসিটির একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার। এরপরেই গানটি প্রকাশ করা হবে।
রাণু মন্ডলের সঙ্গে গাওয়ার বিষয়ে হিরো আলম বলেন, ‘রানু দিদির কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া এসেছিলেন। তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ’
এদিকে, ভূবন বাদ্যকরের সঙ্গে যে গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম, সেটির শিরোনাম ‘হাউ ফানি’। এর কথা লিখেছেন এফ এ প্রীতম। এই গানটিও শিগগিরই প্রকাশ হবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এনএটি