ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কুড়িগ্রামে লরি চাপায় কণ্ঠশিল্পীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
কুড়িগ্রামে লরি চাপায় কণ্ঠশিল্পীর মৃত্যু আশরাফুন নাহার মিম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরে লরির চাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুন নাহার মিম (১৮) নামে এক কণ্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঙ্গীত শিল্পী (গিটারিস্ট) বিপুল (৩০)।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তেলবাহী ঘাতক লরিটি আটক করে কুড়িগ্রাম সদর থানায় নিয়েছে পুলিশ। এসময় আশঙ্কাজনক অবস্থায় গিটারিস্ট বিপুলকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, আশরাফুন নাহার মিম ও বিপুল মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী মিম ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও জানান, নিহত মিম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের আকুন্দ পাড়ার শামীম ফুয়াদ হাসানের স্ত্রী। মোটরচালক বিপুল কুড়িগ্রাম পৌরসভাধীন হাটিরপাড় এরাকার নুর ইসলামের ছেলে। পরে পুলিশ শহরের ত্রিমোহনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লরিটি জব্দ করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।