ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’র নতুন সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
স্টার সিনেপ্লেক্সে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’র নতুন সিনেমা

দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের তৃতীয় সিনেমা ‘দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’। শুক্রবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউডের সিনেমাটি।

সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’-এর চিত্রনাট্য লিখেছেন ‘হ্যারি পটার’খ্যাত লেখিকা জে কে রাউলিং এবং হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের অভিজ্ঞ স্টিভ ক্লোভস। এটি নির্মাণ করেছেন সিরিজের আগের দু’টি সিনেমার পরিচালক ডেভিড ইয়েটস।  

সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেনসহ অনেকে।

হ্যারি পটারের উইজার্ডিং ওয়ার্ল্ডে একটি যুদ্ধ আসছে। বাকি মানবতা যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অদম্যভাবে এগিয়ে যাচ্ছে, তখন ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ একটি গৃহযুদ্ধ শুরু করতে চলেছে! এমনই গল্প দেখা যাবে সিনেমায়।

২০১৬ সালে মুক্তি পায় ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর ২০১৮ সালে মুক্তি পায় এর সিক্যুয়াল ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’। দু’টি সিনেমাই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার ফলে দর্শকরা মুখিয়ে ছিলেন পরবর্তীটির জন্য। চার বছর বিরতির পর এবার আসছে তৃতীয় কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’।  

আগেরগুলোর মতো এ সিনেমাটিও দর্শকমহলে ভালো সাড়া পাবে বলে ধারণা বিশ্লেষকদের।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।