ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘অনেক ছেলেই ৬টা ১২টা প্রেম করে, তাদের তো বাহবা দেই’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
‘অনেক ছেলেই ৬টা ১২টা প্রেম করে, তাদের তো বাহবা দেই’ সোহানা সাবা

এক তরুণীকে সারপ্রাইজ দিতে চাইছেন তার বন্ধু। দুই হাত দিয়ে তরুণীর চোখ বন্ধ করে ধরেন।

এরপর চোখ খুলে দেন। দেখা যায়, রেস্তোরাঁয় একে একে পাঁচ তরুণ প্রবেশ করেন।

এরপর ওই তরুণীকে ছয় যুবক নানা অভিযোগে অভিযুক্ত করে। কারণ মেয়েটি একসঙ্গে ছয় ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গেছেন! 

সম্প্রতি সামাজিকমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিকমাধ্যমে এ বিষয়ে চলে নানা ধরনের চর্চা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী সোহানা সাবা।  

এই অভিনত্রী লেখেন, ‘ছেলেরা একই সঙ্গে এর দ্বিগুণ সম্পর্কে থাকলেও তাদের বাহবা দেওয়া হয়। অনেক ছেলেই ৬টা ১২টা প্রেম করে। তাদের তো বাহবা দেই। ’

মূলত, একটি ফেসবুক পেজ থেকে এমন ভিডিও প্রচার করা হয়েছে। মিরপুরের ওই রেস্তোরাঁয় ছয় যুবক সেই তরুণীর কাছে নানা প্রশ্নের জবাব চান। এক সময় তরুণী হাত থেকে একটি বস্তু ছুড়ে মারেন এবং কান্নাও করে ফেলেন।

এদিকে, সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি সামাজকিমাধ্যমেও বেশ সরব। সেখানে তিনি বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। কয়েকদির আগেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে সাবা লিখেছিলেন, ‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময়-রমজান মাস। ’ 

আর ভিডিওতে তিনি লেখেন, ‘এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক, ইতিবাচক শক্তি আসুক আমাদের জীবনে। আমাদের জীবন থেকে আল্লাহ্‌ পাপমুক্ত করুক। আল্লাহ্‌ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।