ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতার ঋষি কৌশিকের নায়িকা পড়শী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
কলকাতার ঋষি কৌশিকের নায়িকা পড়শী ঋষি কৌশিক-সাবরিনা পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শীকে গানের বাইরে অভিনয়েও দেখা গেছে। শুধু তাই নয়, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেও ‘মেন্টাল’ সিনেমায় দেখা গেছে তাকে।

তার আগে ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছেন পড়শী। দীর্ঘদিন পর আবারো নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘মারিয়া ওয়ান পিস’। যেখানে কলকাতার ঋষি কৌশিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে।  

‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। আসন্ন ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় প্রচার হবে এই নাটকটি।

সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী হলেও পেশাদার অভিনেত্রীর মতো অভিনয় করেছে। পুরো নাটকে সে ঋষি কৌশিকের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে। ঋষি কৌশিকের কথা নতুন করে কিছু বলার নেই, আমি পড়শীর অভিনয়েও রীতিমতো মুগ্ধ। ’

‘মারিয়া ওয়ান পিস’ নাটকে ঋষি কৌশিক ও পড়শী ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কাসহ অনেকে।

এদিকে এর আগেও ঋষি কৌশিককে বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সঙ্গে ‘চিলেকোঠার ভালোবাসা’, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’, তাসনিয়া ফারিণের সঙ্গে ‘এই মন তোমারই’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।