ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে ‘রঙ্গমঞ্চ’ নিয়ে আসছেন শাহনাজ বাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
ঈদে ‘রঙ্গমঞ্চ’ নিয়ে আসছেন শাহনাজ বাবু

ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী শাহনাজ বাবুর নতুন গান ‘রঙ্গমঞ্চ’।

সুফি ঘরানার গানটি লিখেছেন শাহ সুফি সজীব চৌধুরী।

পরশ দেওয়ানের সুরে সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। আশিক মাহমুদের নির্দেশনায় গানটির ভিডিওর কোরিওগ্রাফি করেছেন নৃত্যপরিচালক লিখন রায়।  

নতুন গানটি প্রসঙ্গে শাহনাজ বাবু বলেন, এটি সুফি ঘরানার একটি গান। গানটির কথা ও সুর এক কথায় অসাধারণ হয়েছে। গেয়ে আমার খুবই ভালো লেগেছে। এটি সকল শ্রেণির শ্রোতা-দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো জানান, ‘রঙ্গমঞ্চ’ ছাড়াও তার আরো দুইটি গান ঈদে প্রকাশ পাবে। এই দুটি গানের একটি হাসন রাজার, অন্যটি শাহ আবদুল করিমের।  

জানা যায়, ‘রঙ্গমঞ্চ’ গানটি মিউজিক ভিডিও আকারে সাজিব মিউজিক ইউটিউব চ্যানেলে ২৯ এপ্রিল প্রকাশ পাবে। শাহনাজের অন্য দুটি গান প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।