ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

সাব্বির-সম্পার নতুন গান ‘হারমোনি বাজাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
সাব্বির-সম্পার নতুন গান ‘হারমোনি বাজাও’ সাব্বির ও সম্পা

আবারো নতুন দ্বৈত গান নিয়ে হাজির হলেন গায়ক সাব্বির নাসির ও ‘সারেগামাপা’খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাস। এই জুটির পঞ্চম গানের শিরোনাম ‘হারমোনি বাজাও’।

এটির কথা, সুর ও সঙ্গীতায়োজন প্লাবন কোরেশীর।  

সম্প্রতি গানটি সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

‘হারমোনি বাজাও’ প্রসঙ্গে গায়ক সাব্বির নাসির বলেন, এই গানে প্লাবন কোরেশী নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, যারা ফোক বা লোক গান পছন্দ করেন তাদের এই গান ভালো লাগবে বলে আশা করছি।  

সম্পা বিশ্বাস বলেন, প্লাবন দা’র কথা, সুর ও কম্পোজিশনে আমি ও সাব্বির দা নতুন এ গানটি করার চেষ্টা করেছি। ‘হারমোনি বাজাও’ গানটি যারা এখনেও শোনোননি, তারা শুনতে পারেন। আশা করি, নতুন এ গানটিও ‘বিনোদিনী রাই’র মতো সবার ভালোবাসা পাবে। আগামী দিনে আরও অনেক নতুন গান আমরা আনছি।  

‘হারমোনি বাজাও’-এর মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম। এই গানের ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।