ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় এবার উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মে ২৯, ২০২২
কলকাতায় এবার উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পল্লবী, বিদিশা ও মঞ্জুষার পর এবার কলকাতায় আরও এক উঠতি মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কসবার বাসিন্দা সরস্বতী দাসের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রোববার (২৯ মে) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে কোনো সুইসাইড নোট এখনও মেলেনি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ১৯ বছর বয়সি সরস্বতী সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও অজানা। তদন্তে করছে পুলিশ। গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় এ নিয়ে চারজন মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।

এর আগে, গরফায় পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ করা উদ্ধার হয়। গত বুধবার নাগেরবাজারের বাড়ি থেকে আর এক উঠতি মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর গত শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।

খবর: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।