ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ৩১, ২০২২
বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম! হিরো আলম

আবারো গান গেয়ে সমালোচনার জন্ম দিলেন সামাজিক মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হয়েছেন।

তুমুল সমালোচনা মুখে পড়েও নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজি হন হিরো আলম। নিজের মতো করে বেসুরে গেয়েই চলেছেন তিনি।  

কিছুদিন আগে ভারতের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ শিরোনামে গান করেন হিরো আলম। এর আগে তিনি গেয়েছেন রানু মন্ডলের সঙ্গেও।  

সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গেয়েছেন হিরো আলম। শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলেছেন তিনি। আর এই দুইটি গান একেবারে বেসুরে গেয়েছেন তিনি।  

গান প্রকাশের আগে হিরো আলম বলেন, ‘আমি কোনো সিঙ্গার বা শিল্পী না। সম্পূর্ণ বিনোদন দেওয়া চেষ্টা করি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভালোবাসে, আমিও তার গানের ভক্ত। আমি সব ভাষাতে যেহেতু গান করেছি, তাই আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান গেয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য। আমি যেহেতু বাঙালি আমারও বিশ্ব কবির গান গাওয়ার অধিকার আছে। ’

পুরো গান প্রকাশের আগেই সামাজিক মাধ্যমে হিরো আলমের গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যেখানে বেশির ভাগ মন্তব্যই পড়েছে নেতিবাচক। সেখানে অনেকে দাবি করছেন, এবার রবীন্দ্রসংগীত ‘বিবৃতি’ করলেন হিরো আলম।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ৩১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।