ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

রবীন্দ্র সদনে গান স্যালুটে কেকের প্রতি শ্রদ্ধা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১, ২০২২
রবীন্দ্র সদনে গান স্যালুটে কেকের প্রতি শ্রদ্ধা

কলকাতার রবীন্দ্র সদনে প্রয়াত সংগীতশিল্পী কেকেকে গান স্যালুট দেওয়া হয়েছে। সেখানে শ্রদ্ধা জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই গায়কের কফিনে মালা দেন তার স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ।

এ সময় রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন কেকের পরিবারের অন্য সদস্যরা। তাদের উপস্থিতিতে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানোনে হয় প্রয়াত এই শিল্পীকে।

এর আগে দুপুর আড়াইটায় ফুলের মালায় ঢেকে কেকের মরদেহের কফিন নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সেখানে কান্নায় ভেঙে পড়েন কেকের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাদের প্রতি সমবেদনাও জানান। এ সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় গায়ক কেকে কনসার্টে অংশ নিতে কলকাতায় এসেছিলেন। দুই দিনের কনসার্টে মঙ্গলবার দ্বিতীয় দিনে মঞ্চ মাতিয়ে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে ভারতসহ পুরো বিশ্বের অনুরাগীদের মনে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।