ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত কার্তিক-আদিত্য 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুন ৫, ২০২২
করোনায় আক্রান্ত কার্তিক-আদিত্য  কার্তিক আরিয়ান-আদিত্য রায় কাপুর

বক্স অফিসে দারুণ ব্যবসা করছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ২’। এমন খবরের মধ্যেই আবারো করোনা আক্রান্ত কার্তিক।

শনিবার (০৪ জুন) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান কার্তিক। এ নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বলিউডের এই তরুণ অভিনেতা।

এদিন করজোরে একটি ছবি পোস্ট করে কার্তিক লেখেন, ‘সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই করোনাও আর থাকতে পারল না। ’

গত কয়েক সপ্তাহ ধরেই ‘ভুলভুলাইয়া ২’-এর প্রচারে ব্যস্ত ছিলেন কার্তিক। দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়ে এই সিনেমার প্রচার করেছেন তিনি।

এদিকে কার্তিকের পাশাপাশি শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরেক অভিনেতা আদিত্য রায় কাপুর। সামনেই মুক্তি পাওয়ার কথা ছিল তার আসন্ন সিনেমা ‘ওম: দ্য ব্যালেট উইথইন’-এর ট্রেলার। এর জন্য একটি ইভেন্টও প্ল্যান করা হয়েছিল, তবে আদিত্য করোনা পজিটিভ হওয়ার আপাতত সবকিছু অনিশ্চিত।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।