ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

বিনোদন

প্রয়াত লাকী আখান্দের সুরে এলো নতুন গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
প্রয়াত লাকী আখান্দের সুরে এলো নতুন গান

বাংলা সঙ্গীতের কিংবদন্তি সুরস্রষ্টা প্রয়াত লাকী আখান্দের সুরে প্রকাশ হলো নতুন গান। শিরোনাম ‘মেলে দিক পাখনা’।

মৃত্যুর আগেই এ গানটির সুর করেছিলেন তিনি।

গোলাম মোর্শেদ-এর কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন মনজুরুল ইসলাম।

মঙ্গলবার (০৭ জুন) লাকী আখান্দে জন্মদিন। এ উপলক্ষে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (০৪ মে) জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি।  

এর আগে গানটি ঈদুল ফিতরে প্রচারিত সাগর জাহান পরিচালিত মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘চিত্রা তার অপেক্ষায়’ নাটকে ব্যবহৃত হয়েছে।  

এদিকে চলতি বছরের এপ্রিলে লাকী আখান্দের সুরে ‘মেলে দিক পাখনা’ নামেই একটি অ্যালবাম প্রকাশ করেন মনজুরুল ইসলাম। লাকী আখান্দের সুর করা পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছিল অ্যালবামটি।  

অ্যালবামের গানগুলোর শিরোনাম- ‘এই রাত এমন মধুর’, ‘জোছনায় বেসামাল’, ‘প্রতিচ্ছবি’, ‘আজনবী’ ও ‘হারানো মেঘের সাথে দেখা’।  লাকী আখান্দ জীবিত থাকাকালীন সময়েই এই গানগুলোরও সুর করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।