ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সপ্তাহে ১৯ হলে ‘তালাশ’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
দ্বিতীয় সপ্তাহে ১৯ হলে ‘তালাশ’

শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’ মুক্তি পায় ১৭ জুন। প্রথমে দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

তবে দ্বিতীয় সপ্তাহে এসে হলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯ টিতে।

এই তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি।  

তিনি বলেন, ‘তালাশ’ মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়। তারপরও দর্শকেরা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘তালাশ’ সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান।  

বুবলী ও আদর ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদসহ অনেকে।  

দ্বিতীয় সপ্তাহেও যেসব সিনেমা হলে চলছে ‘তালাশ’:  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।