ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখছি: শাওন 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
মুক্তিযুদ্ধ দেখিনি, পদ্মা সেতুর উদ্বোধন দেখছি: শাওন  মেহের আফরোজ শাওন

আজ বহু প্রতীক্ষিত ২৫ জুন। এদিন সকাল থেকেই শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

সেই অনুষ্ঠানে শোবিজ জগতের একঝাঁক তারকার উপস্থিত রয়েছেন।

সেখান থেকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন বললেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। ’

হুমায়ূন-পত্মী বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি। আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা স্বচক্ষে দেখতে পারছে। যারা সামনা সামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখছি- এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়। ’

শাওন আরো বলেন, ‘জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরো একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য। ’

শাওন ছাড়াও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শোবিজ তারকাদের আরো উপস্থিত আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবিল বকুলসহ অনেকে।

বাংলাদেশ সময়:  ১৩৪২ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।