ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দারুণ শুরু ‘যুগ যুগ জিও’র, তিন দিনে আয় কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
দারুণ শুরু ‘যুগ যুগ জিও’র, তিন দিনে আয় কত?

প্রথম সপ্তাহ বেশ ভালোভাবেই শুরু হয়েছে বলিউড সিনেমা ‘যুগ যুগ জিও’র। মুক্তির তিন দিনে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এটি।

শুক্রবার (২৪ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কিয়ারা-বরুণ-অনিল-নীতুদের এই সিনেমা।  

বক্স অফিস অব ইন্ডিয়ার তথ্যমতে, প্রথমদিন ৯ কোটি ২৮ লাখ রুপি ব্যবসা করে ‘যুগ যুগ জিও’। দ্বিতীয়দিন থেকে আয় বাড়তে শুরু করেছে সিনেমাটির। শনিবার (২৫ জুন) ১২ কোটি রুপি ও রোববার (২৬ জুন) আয় আরো বেড়ে ১৫ কোটি ৩০ লাখ রুপি ঘরে তোলে সিনেমাটি।

তারকাবহুল সিনেমাটিতে বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি, অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পাল এবং প্রাজক্তা কোহলি অভিনয় করেছেন। মুক্তির পর এটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে।

‘যুগ যুগ জিও’ গল্প একটি পঞ্জাবি পরিবারকে নিয়ে। সিনেমাটিতে বাবা-ছেলে দু’জনেই ডিভোর্স নিতে চায় এবং সেসব সামনে আসে পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে। হাস্যরসাত্মক গল্পে প্রেম-পরিবারের গল্পটি দর্শকদের মন ভরাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।